
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হবে।
রবিবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা জানান।
সাজ্জাত জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জামাত সকাল ৯টায় হবে। বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাতের মধ্যে প্রথমটি সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহ এবং ১,৫৭৭টি মসজিদে মোট ১,৭৩৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেখানে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ১০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চলবে।
ডিএমপি কমিশনার জানান, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি ও সিটিটিসি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ না আনার অনুরোধ জানানো হয়েছে।
সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ বা নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার।
যেসব পয়েন্টে চলবে ডাইভারসন
জিরোপয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কমচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং
যে পয়েন্টে বন্ধ করা হবে সড়ক
সচিবালয় পুল গেইটের সামনে, প্রেস ক্লাবের সামনে, সরকারি কমচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং
যানবাহন চলাচলের বিকল্প রাস্তা
শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং হয়ে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন মৎস্য ভবন ক্রসিং বামে মোড় নিয়ে কাকরাইল মসজিদ ক্রসিং-রাজমনি ক্রসিং হয়ে গন্তেব্যে যাবে।
বঙ্গবাজার ক্রসিং হয়ে হাইকোর্ট ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন চাঁনখারপুল-বকশীবাজার- পলাশী ক্রসিং হয়ে গন্তেব্যে যাবে।
বাবুবাজার ক্রসিং-গুলিস্তান ক্রসিং হয়ে কদমফোয়ারা ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন ইউবিএল ক্রসিং- নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তেব্যে যাবে।
গাড়িযোগে ঈদগাহে আগত সম্মানিত নগরবাসী রোড ব্লকে গাড়ি হতে নেমে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করবেন এবং গাড়ি নির্ধারিত স্থানে পার্কিং করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।