Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পদ হারালেন ইউন সুক-ইওল, ৬০ দিনের মধ্যে নির্বাচন দক্ষিণ কোরিয়ায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০৭ পিএম

প্রেসিডেন্ট পদ হারালেন ইউন সুক-ইওল, ৬০ দিনের মধ্যে নির্বাচন দক্ষিণ কোরিয়ায়

ইউন সুক-ইওল

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের রাজনৈতিক ধাক্কা—দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করেছে সাংবিধানিক আদালত। শুক্রবার (৪ এপ্রিল) দেওয়া রায়ে আদালত জানায়, সামরিক আইন জারির মাধ্যমে ইউন জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন।

আদালতের এই রায়ের ফলে এখন দক্ষিণ কোরিয়াকে আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে।  

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের ৩ ডিসেম্বর ইউন সুক-ইওল স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করেন। তিনি দাবি করেছিলেন, উত্তর কোরিয়াপন্থী শক্তির সরকারে অনুপ্রবেশ ঘটেছে এবং এটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।

তবে তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। জাতীয় পরিষদ বন্ধ করতে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আটক করতে সামরিক বাহিনী ও পুলিশের সাহায্য নেন ইউন। এ নিয়ে আইনপ্রণেতাদের ভোটাভুটিতে তিনি অভিশংসিত হন এবং গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কার্যত প্রেসিডেন্ট পদ হারান।

তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এতদিন আনুষ্ঠানিকভাবে পদে বহাল ছিলেন, যদিও কোনো নির্বাহী ক্ষমতা তার হাতে ছিল না।  

শুক্রবারের রায়ে আট বিচারকের মধ্যে ছয়জন ইউনের অপসারণের পক্ষে মত দেন, ফলে তার অপসারণ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পায়।

এই রায়ের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় শুরু হলো একটি নতুন রাজনৈতিক অধ্যায়। এখন নজর ৬০ দিনের মধ্যে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দিকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন