
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম
গাদাগাদি সূচিতে ২০২৫: বছরজুড়েই মাঠে ব্যস্ত থাকবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম

ছবি : সংগৃহীত
২০২৫ সালটা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশ ব্যস্তময়। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে টাইগারদের বছরজুড়ে চলা দ্বিপাক্ষিক সিরিজের সূচি।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশের সামনে রয়েছে একের পর এক সিরিজ—দেশে ও বিদেশে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই রয়েছে কোনো না কোনো প্রতিযোগিতামূলক সিরিজ।
এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেটযাত্রা শুরু করবে বাংলাদেশ।
এরপর মে মাসে টাইগাররা যাবে পাকিস্তানে, খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ, যেখানে অনুষ্ঠিত হবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
জুলাইতে পাকিস্তান দল বাংলাদেশে ফিরতি সফরে আসবে, যেখানে কেবল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
অগাস্টে বাংলাদেশে সফরে আসবে ভারত, খেলবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
অক্টোবরে সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ, তাদের সঙ্গেও হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির লড়াই।
নভেম্বরে বছর শেষের পূর্ণাঙ্গ সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
২০২৫ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের তালিকা:
এপ্রিল– বনাম জিম্বাবুয়ে: ২ টেস্ট (হোম)
মে– বনাম পাকিস্তান: ৫ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন– বনাম শ্রীলঙ্কা: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুলাই– বনাম পাকিস্তান: ৩ টি-টোয়েন্টি (হোম)
আগস্ট– বনাম ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
অক্টোবর– বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
নভেম্বর– বনাম আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
বছরজুড়ে এই সিরিজগুলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যেমন পরীক্ষা, তেমনি ভক্তদের জন্য জমজমাট ক্রিকেট উপভোগের সুযোগ।