Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রস্তুত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৪ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রস্তুত

ছবি : সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়।

ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ এই তথ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে জানিয়েছেন।

মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে আশ্রিত নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মিয়ানমারের কাছে ছয় দফায় রোহিঙ্গাদের তালিকা সরবরাহ করে। এখনো প্রায় ৭০ হাজার রোহিঙ্গার যাচাইকরণ বাকি রয়েছে, তবে মিয়ানমার দ্রুততার সঙ্গে পুরো প্রক্রিয়া শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে এই চিহ্নিতকরণ প্রক্রিয়াকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে ধরা হচ্ছে। এ সময় ড. খলিলুর রহমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারবাসীর প্রতি সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

এরই মধ্যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের দল মিয়ানমারে গিয়ে ওষুধ, ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছে। গত ৩০ মার্চ ও ১ এপ্রিল দুই দফায় ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক তাদের সেবায় নিযুক্ত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন