
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ এএম
বিমসটেক সম্মেলনে আলোচিত বিষয়সমূহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুই দিনের সম্মেলন শেষে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় ব্যাংকক ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুই দিনের সফরে ব্যাংককে পৌঁছান অধ্যাপক ইউনূস। এই সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিবেশী দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বিমসটেক সম্মেলন: আলোচিত বিষয়সমূহ
নৈশভোজে ইউনূস-মোদি সাক্ষাৎ
বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন অধ্যাপক ইউনূস। এ সময় একই টেবিলে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। নৈশভোজে শ্রীলঙ্কা, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন।
ইউনূস-মোদি দ্বিপাক্ষিক বৈঠক
শুক্রবার দুপুরে বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি, সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি, এবং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়।
মোদির সঙ্গে সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে বাংলাদেশ-ভারতের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার জন্য দুই নেতা মতবিনিময় করেন। পরিবেশ নষ্টকারী বক্তব্য পরিহারের জন্য মোদি অধ্যাপক ইউনূসকে পরামর্শ দেন।
ব্যাংকক ঘোষণাপত্র এবং সামুদ্রিক পরিবহন চুক্তি
বিমসটেক সদস্য দেশগুলো সম্মেলনে সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র ও ব্যাংকক ভিশন গ্রহণ করেছে। এ ছাড়াও বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও ভ্রমণ বৃদ্ধি করতে সামুদ্রিক পরিবহন চুক্তি সই হয়েছে।
বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
সম্মেলনে বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। অধ্যাপক ইউনূস বিমসটেকের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে জোটের প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই সফর এবং সম্মেলন বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের নেতৃত্বকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।