এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
দেশজুড়ে শুক্রবার সকালটি রূপ নিয়েছিল প্রত্যাশার পরীক্ষাগারে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে। ঘড়ির কাঁটা যখন ১০টা বাজায়, পরীক্ষার কলমগুলো একযোগে ছুটে যায় প্রশ্নপত্রের দিকে, আর ১১টা ১৫ মিনিটে শেষ হয় এ বছরের স্বপ্নময় লড়াই।
পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিবও ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে সার্বিক ব্যবস্থাপনা দেখেছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবারের পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮, মেয়ে ৭৩ হাজার ৬০৪। পরীক্ষার প্রতিযোগিতা যেন এক টানটান তারের মতো টাইট, কারণ আসনের তুলনায় আবেদনকারীর চাপ অনেক বেশি।
১০০ নম্বরের লিখিত এমসিকিউতে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি ১৫ নম্বর ছিল। পাস নম্বর ৪০, আর ভুল উত্তরে কর্তন ০.২৫।
মোট আসন
• সরকারি মেডিকেল: ৫,৬৪৫ (এমবিবিএস ৫,১০০ | বিডিএস ৫৪৫)
• বেসরকারি মেডিকেল: ৭,৪০৬ (এমবিবিএস ৬,০০১ | বিডিএস ১,৪০৫)
• সর্বমোট আসন: ১৩,০৫১
এর মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।
এবার পুনর্বিন্যাসে সরকারি ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, বাড়ানো হয়েছে তিনটিতে ৭৫টি। নিট হিসেব অনুযায়ী সরকারি আসন কমেছে ২৮০টি। বেসরকারি মেডিকেলে কমেছে আরও ২৯২টি আসন।
গত বছরের তুলনায় ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে এক মাসেরও বেশি। সব মিলিয়ে, কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রগুলোতে ছিল শান্ত, নিয়ন্ত্রিত এবং সুষ্ঠু পরিবেশ, আর পরীক্ষার্থীরা রেখে গেছেন একদিনের ঘনীভূত স্বপ্নের পদচিহ্ন।



