বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। গত বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি করা ‘বুটানটান-ডিভি’ টিকাটিকে ব্যবহারের অনুমতি দেয়। বৈশ্বিক উষ্ণতায় বেড়ে চলা ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এই অনুমোদনকে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখছে ব্রাজিল।
১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য অনুমোদিত এই টিকাটি একবার নিলেই কার্যকর। বর্তমানে বিশ্বে ব্যবহৃত একমাত্র ডেঙ্গু টিকা ‘টিএকে-০০৩’ নিতে হয় দুটি ডোজে, তিন মাসের ব্যবধানে। নতুন টিকাটি সেই জটিলতা দূর করবে এবং টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
বুটানটান ইনস্টিটিউট জানায়, দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে টিকা উন্নয়ন করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে—গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১.৬ শতাংশ।
২০২৪ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু সংক্রমণ রেকর্ড ছাড়ায়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে; মারা গেছে প্রায় ১২ হাজার মানুষ। উদ্বেগজনক বিষয় হলো—মোট মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণতা ২০২৪ সালের মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় ১৯ শতাংশের জন্য দায়ী।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানিয়েছেন, টিকা উৎপাদনে সহায়তার জন্য চীনের ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ সরবরাহ করা হবে।
সূত্র: এএফপি



