Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

ঘরের বাতাস বিশুদ্ধ করতে সহায়ক যেসব ইনডোর গাছ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

ঘরের বাতাস বিশুদ্ধ করতে সহায়ক যেসব ইনডোর গাছ

ছবি : সংগৃহীত

শহরের কলকারখানা ও যানবাহনের কারণে পরিবেশের দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতিতে দূষণ কমাতে প্রকৃতিই হতে পারে সবচেয়ে বড় ভরসা। বিশেষ করে, গাছপালা। যদি বাড়ির বাইরে গাছ লাগানোর মতো জায়গা না-ও থাকে, তাহলেও চিন্তার কিছু নেই।

ঘরের ভেতরেই রাখা যায় এমন কিছু গাছ রয়েছে, যা শুধু ঘরের শোভাই বাড়ায় না, বরং বাতাসও পরিশোধন করে। চলুন, জেনে নিই এমন তিনটি ইনডোর প্ল্যান্টের কথা।

স্পাইডার প্ল্যান্ট

মাকড়সার পায়ের মতো দেখতে পাতাওয়ালা এই গাছটি ঘরের শোভা বাড়াতে যেমন সুন্দর, তেমনি কার্যকরও। এটি ঘরের বাতাস থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে বিশুদ্ধ বাতাস তৈরি করতে সাহায্য করে।

পাশাপাশি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

ইংলিশ আইভি

ইংলিশ আইভি মূলত ঠাণ্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত হলেও ঘরের ভেতর এটি সহজেই বড় করা যায়। তবে সরাসরি রোদে না রেখে একটু ঠাণ্ডা জায়গায় রাখলে ভালো হয়। এটি বাতাস পরিশুদ্ধ করার পাশাপাশি অন্দরসজ্জারও একটি আকর্ষণীয় উপাদান হতে পারে।

পিস লিলি

গাঢ় সবুজ পাতার মাঝে সাদা ফুল, পিস লিলির সৌন্দর্য এক কথায় অনন্য। শুধু সাদা নয়, গোলাপি বা হলুদ ফুলও ফোটে এই গাছে। হালকা রোদের আলো পেলেই এই গাছ ভালোভাবে বেড়ে ওঠে। বাতাসের দূষণ দূর করতে এটি অত্যন্ত কার্যকর একটি ইনডোর প্ল্যান্ট।

বাড়িতে গাছ রাখলে শুধু পরিবেশই নয়, মনও ফুরফুরে থাকে।

দীপাবলির সময়ে পরিবেশের দিকে একটু বাড়তি খেয়াল রাখাই বুদ্ধিমানের কাজ। তাই ঘর সাজাতে ও দূষণ কমাতে এসব গাছ হতে পারে আপনার ছোট কিন্তু শক্তিশালী পদক্ষেপ।

সূত্র : আনন্দবাজার

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন