স্বাস্থ্য সেবায় “কিউআই চ্যাম্পিয়ন” নরসিংদী হাসপাতালের তত্ত্বাবধায়ক
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি-যুগের চিন্তা
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় “কিউআই চ্যাম্পিয়ন” হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।
এ উপলক্ষে ( ৯ আগস্ট) শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ইনস্টিটিউট ফর হেলথকেয়ার ইম্প্রভমেন্ট এর কারিগরি সহায়তায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রূপসী বাংলা হলরুমে অনুষ্ঠিত হয় জাতীয় গুণগত মান উন্নয়ন সম্মেলন ২০২৫।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী।
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানসহ দেশের চার জন ডাক্তারকে “কিউআই চ্যাম্পিয়ন” হিসেবে নিবাচিত করা হয়। নির্বাচিত অন্য তিন ডাক্তার হলেন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, মাগুরার সিভিল সার্জন ডা. মো: শামীম কবির ও যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: এমদাদুল হক। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উক্ত ডাক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, নরসিংদী জেলা হাসপাতালের সেবার মান ও পরিধি অন্যান্য হাসপাতালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীরা পর্যাপ্ত ঔষধ পাচ্ছে ও পরীক্ষা নিরীক্ষা করতে পারছে। হাসপাতালের এসব গুণগত মান যাচাই বাছাই করে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানকে “কিউআই চ্যাম্পিয়ন” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, আমার সকল সহকর্মী, স্টাফ ও রোগীর কাছে কৃতজ্ঞ, তাদের সহযোগিতায় জেলা হাসপাতাল এই সফলতা অর্জন করতে পেরেছে। এই পুরস্কার ভবিষ্যতে আরো ভালো কাজ ও সেবার পরিধি বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে।



