Logo
Logo
×

আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে ড. ইউনূসের চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২২ পিএম

বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে ড. ইউনূসের চিঠি

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) দেওয়া এ চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সব পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এই কঠিন সময়ে, আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং যে কোনো রূপে আমাদের পূর্ণ সমর্থন প্রদান করছি।

অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সমবেদনা ও সহমর্মিতা গ্রহণ করুন।

উল্লেখ্য, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিবিসি বাংলা জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার নাগরিক ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮ হাজার ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১ হাজার ১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন