Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের সঙ্গে বিরল খনিজ চুক্তির চূড়ান্ত ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:০৩ পিএম

চীনের সঙ্গে বিরল খনিজ চুক্তির চূড়ান্ত ঘোষণা ট্রাম্পের

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্কের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, দুই দিনের আলোচনার পর দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। যার লক্ষ্য বাণিজ্য যুদ্ধ থেকে বিরত থাকার প্রচেষ্টা বজায় রাখা।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, চীন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও চুম্বক সরবরাহ করবে। যা মার্কিন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিনিময়ে ওয়াশিংটন চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে অবস্থানের অনুমতি দেবে।

মার্কিন ও চীনা শীর্ষ পর্যায়ের আলোচকরা মঙ্গলবার (১০ জুন) রাতে লন্ডনে টানা দুই দিনের বৈঠকের পর একটি ফ্রেমওয়ার্ক চুক্তি ঘোষণা করেন। তবে এই চুক্তির আওতায় সাম্প্রতিক কিছু শুল্ক বহাল থাকবে এবং বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

ট্রাম্প লিখেছেন, ‘চীনের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন। তবে এটি আমার ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে বলে তিনি জানান।

অপর একটি পৃথক পোস্টে তিনি বলেছেন, ‘আমরা একসঙ্গে কাজ করবো চীনকে আমেরিকান বাণিজ্যের জন্য আরো উন্মুক্ত করতে।

বিরল খনিজ ইলেকট্রিক গাড়ি, হার্ড ড্রাইভ, উইন্ড টারবাইন এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করা হয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন,  অগ্রিমভাবে চীন পূর্ণ চুম্বক ও প্রয়োজনীয় যেকোনো বিরল খনিজ সরবরাহ করবে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন