Logo
Logo
×

আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:১২ এএম

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩

ভারতের কেরালার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল। উদ্ধারকাজ এখনো চলছে। তবে, কত জন নিখোঁজ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এর মধ্যেই ওই অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ফলে উদ্ধারকাজে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। খবর আনন্দবাজারের।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪৩ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এছাড়াও শতাধিক আহত মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

ভূমিধসে হতাহতের এঘটনায় রাজ্যে দু’দিনের শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে রাজ্যটির বিভিন্ন জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ঘোষণা থাকতে পারে।

অন্য দিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গেছে। ফলে পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে তারা।

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরালায়। মনে করা হচ্ছে, এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পর পর ধস নেমেছে। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা।

একই দিনে মাত্র চার ঘণ্টায় পর পর তিন বার ধস নামায় ওয়েনাড়ের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে। এখন শুধু পাহাড়ি এলাকা কাদামাটি ঢাকা বধ্যভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধারকাজ। বাড়িঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনাবাহিনী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন