Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরব ভিসা নিয়ে সুখবর দিল

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:০০ পিএম

সৌদি আরব ভিসা নিয়ে সুখবর দিল

হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করল সৌদি সরকার। এরমধ্যে রয়েছে ওমরাহ ভিসা এবং প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা। গত সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদি সরকার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম। এতে সাময়িকভাবে বিপাকে পড়েন অনেক প্রবাসী। সেইসঙ্গে ওমরাহ পালনে ভ্রমণেচ্ছুক মুসল্লিরা ভিসার জন্য আবেদন করতে পারেননি।

তবে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি সরকার। এতে, হাজার হাজার বাংলাদেশিসহ প্রবাসী পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি।

ওমরাহ পালনে আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো ইতোমধ্যে নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপকৃত হবেন বিশ্বের নানা প্রান্তে থাকা লাখো প্রবাসী।


   

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন