Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল বিতাড়ন করেছে গ্রেটা থুনবার্গকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

ইসরায়েল বিতাড়ন করেছে গ্রেটা থুনবার্গকে

ছবি- সংগৃহীত

সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ফিলিস্তিনপন্থি অন্য মানবাধিকার কর্মীদের তেল আবিব বিমানবন্দরে নিয়ে গেছে ইসরায়েল। সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো শুরু হয়েছে বলে মঙ্গলবার (১০ জুন) জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  বিবিসি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেটাকে ফ্রান্সগামী এক উড়োজাহাজে তুলে দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করে চলে যেতে সম্মত হলে এই পদক্ষেপ নেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সেলফি ইয়াটের’ কয়েক আরোহী পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ছাড়বেন বলে আশা করা হচ্ছে। যারা প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করে ইসরায়েল থেকে চলে যেতে অস্বীকৃতি জানাবেন ,তাদেরকে যথাযথ বিচারিক কর্তৃপক্ষের সামনে উপস্থিত করা হবে। সেখানে ইসরায়েলি আইন অনুসারে তাদের বিতাড়নের ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটিশ পতাকাবাহী ইয়াটের নাম ম্যাডেলিন। ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন বা এফএফসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছিল। ইসরায়েলি অবরোধ অমান্য করে গাজায় প্রতীকী পরিমাণ চাল ও শিশুখাদ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিল দলটি।

নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এফএফসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের রাতে তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন