Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় পাঠানো ত্রাণের আটার বেশিরভাগই লুট : জাতিসংঘ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৫৯ পিএম

গাজায় পাঠানো ত্রাণের আটার বেশিরভাগই লুট : জাতিসংঘ

ছবি- সংগৃহীত

ইসরায়েল তিন সপ্তাহ আগে গাজার ত্রাণ সহায়তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। অথচ এর পর জাতিসংঘ যতটুকু আটা পাঠাতে পেরেছে,তার বেশিরভাগই ফিলিস্তিনি ছিটমহলটির সশস্ত্র গোষ্ঠী বা ক্ষুধার্ত মানুষেরা লুট করে নিয়েছে ।  বিশ্ব সংস্থাটি এই তথ্য জানিয়েছে ।

সোমবার জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, কেরেম শালোম সীমান্ত ক্রসিং ব্যবহার করে জাতিসংঘ ৪৬০০ মেট্রিক টন গমের আটা গাজায় নিয়ে গেছে। তবে এটি প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

জাতিসংঘকে শুধু কেরেম শালোম সীমান্ত ক্রসিং ব্যবহার করে গাজায় খাদ্য পণ্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল।

হক আরও জানান, গাজার প্রতিটি পরিবারকে একটি করে আটার ব্যাগ সরবরাহ করে ‘বাজারের ওপর চাপ কমানো এবং জনগণের মাঝে হতাশা প্রশমিত করতে’ হলে সেখানে অন্তত ৮ হাজার থেকে ১০ হাজার মেট্রিক টন গমের আটা প্রয়োজন।

“এগুলোর বেশিরভাগই গন্তব্যে পৌঁছানোর আগেই ক্ষুধার্ত মানুষেরা নিয়ে নিয়েছেন। কিছু ক্ষেত্রে সশস্ত্র গোষ্ঠী লুট করেছে,” বলেন ফারহান হক।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্দেশনা অনুযায়ী, ৪৬০০ মেট্রিক টন আটা গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার জন্য প্রতিদিন ৩০০ গ্রাম হিসাবে আট দিনের রেশন হিসেবে যথেষ্ট।

জাতিসংঘ বলছে, ইসরায়েল এখন পর্যন্ত কেবল একটি সীমান্ত ক্রসিং দিয়ে সাহায্য ঢুকতে দিচ্ছে। সংস্থাটি বহুদিন ধরেই আহ্বান জানিয়ে আসছে, সাহায্যের জন্য আরও পথ খুলে দিতে হবে এবং প্রবেশের অনুমতি সহজ করতে হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন