Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

ছবি : সংগৃহীত

রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।  শনিবার (৩১ মে) গভীর রাতে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দুই শিশুসহ ৩০ জনকে আহতাবস্থায়  ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে ট্রেনচালকও ছিলেন। 

জানা গেছে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। ভাইগোনিচি গ্রামের কাছে ধসে পড়া একটি সেতুর সঙ্গে সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে ট্রেনটি। দুর্ঘটনাস্থলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খুঁজছেন। আর এ ঘটনার পর ভাইগোনিচির একটি স্কুলে জরুরি থাকার ব্যবস্থা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে রাশিয়ার রেলওয়ের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের স্থানে উদ্ধার কাজ পরিচালনা করছেন। অন্য এক ভিডিওতে দেখা গেছে যাত্রীরা চিৎকার করছে।

কর্তৃপক্ষ কীভাবে ঘটনাটি ঘটেছে এবং ‘অবৈধ হস্তক্ষেপ’ বলতে রেলওয়ে অপারেটর কী বোঝাতে চেয়েছিল তা ব্যাখ্যা করেনি।

গত ২০২২ সালে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া কয়েক ডজন নাশকতার শিকার হয়েছে, যার মধ্যে অনেকগুলো তার বিশাল রেল নেটওয়ার্ককে লক্ষ্য করে। 

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন