Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০

Icon

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:২০ এএম

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু ভেঙে গেছে। 

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি জানিয়েছেন,  শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ জনের প্রাণহানি হয়েছে।

ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন, বন্যায় ৫০০ টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দিন পরও উদ্ধারকারীরা মরদেহের সন্ধানে কাদা এবং ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।

শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে। শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ১২১ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।

আরএস/ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন