Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, নিখোঁজ বহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:২১ এএম

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, নিখোঁজ বহু

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়া এলাকায় ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক এই বন্যায় বহু মানুষ ভেসে গেছেন এবং নিখোঁজ রয়েছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে হাজারো ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

রাজ্যের রাজধানী মিন্নার উদ্ধার কার্যক্রমের প্রধান হুসেনি ইশাহ জানান, অনেক মানুষ এখনো বিপদে আছেন এবং উদ্ধার অভিযান চলছে। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসেইনি জানান, “এখন পর্যন্ত ১১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ নদীতে ভেসে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

বুধবার কয়েক ঘণ্টাব্যাপী টানা ভারী বৃষ্টিতে মোকওয়া শহরের বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। শহরের কাছে একটি বাঁধ ভেঙে যাওয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে এবং বন্যার পানি আশপাশের এলাকা প্লাবিত করে। অনেক মানুষ বন্যার তোড়ে নাইজার নদীতে ভেসে যান।

মোকওয়া শহরটি নাইজার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা দক্ষিণ নাইজেরিয়ার বাণিজ্যিক এবং উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়।

স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মচারী ২৯ বছর বয়সী মোহাম্মদ তানকো জানান, এই দুর্যোগে তিনি তার পরিবারের ১৫ সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, “আমাদের ঘর একেবারে ভেসে গেছে। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি।”

নাইজেরিয়ায় এখন বর্ষাকাল চলছে, যা সাধারণত ছয় মাস স্থায়ী হয়। এই সময়টিতে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যার ঝুঁকি থাকে। দেশটির আবহাওয়া বিভাগ ইতোমধ্যে ৩৬টি রাজ্যের মধ্যে ১৫টিতে ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করেছে। বর্ষার শুরুতেই এই ধরনের দুর্যোগ দেখা দেওয়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন