Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলা, নিহত ৬

Icon

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:১৮ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলা, নিহত ৬

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকায় একটি স্কুলবাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছে। নৃশংস এই হামলায় আহত হয়েছে আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী।  

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার (২১ মে) সকালে শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে বোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ৪ জন শিশু, বাসচালক ও তার সহকারী রয়েছেন। গুরুতর আহতদের কন্টিনজেন্ট মিলিটারি হসপিটাল (সিএমএইচ) কুইটায় স্থানান্তর করা হয়েছে।  

পাকিস্তানের সরকার দাবি করেছে, হামলার পেছনে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত রয়েছে। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, এটি ভারতের সন্ত্রাসী কৌশলের অংশ এবং দেশটি পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।  

নিহত তিন শিশুর নাম প্রকাশ করা হয়েছে— ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানিয়া সুমরো, সপ্তম শ্রেণির হিফজা কাওসার এবং দশম শ্রেণির ঈশা সেলিম।  

সেনাবাহিনী জানিয়েছে, হামলার পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং জনগণ একতাবদ্ধ হয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

এই ভয়াবহ হামলা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে, এবং আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন