Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০১:১১ এএম

ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকার ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, এই সংস্থাগুলো সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, যা মানবপাচারের শামিল।

সোমবার (১৯ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো নিয়মিত অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অবৈধ প্রবেশে সহায়তাকারী কয়েকটি ভারতীয় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “এই নিষেধাজ্ঞা শুধু তথ্য সচেতনতার জন্য নয়, বরং যারা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধ প্রবেশে সহায়তা করে, তাদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ওয়াশিংটন হুঁশিয়ার করে বলেছে, ভবিষ্যতেও যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার আওতা শুধু সাধারণ ভিসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভিসা ওয়েভার প্রোগ্রামের সুবিধাভোগীরাও এর শিকার হতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন অভিবাসন আইনের বাস্তবায়ন শুধুমাত্র দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আইনের শাসন বজায় রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নে আগ্রাসী নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভারতসহ একাধিক দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, এমনকি তাদের অনেককে শারীরিকভাবে বেঁধে বিমানযোগে ফেরত পাঠানো হয় বলেও সংবাদমাধ্যমগুলো জানায়।

সূত্র: পিটিআই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন