সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যের পর নতুন পরিকল্পনা নিয়েছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮:১০ পিএম
ছবি : সংগৃহীত
চীনের সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের পর ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চার লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক হবে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। যা ২০৩০ সালের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) জানিয়েছে, বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য এই মহাসড়ক তৈরি করা হচ্ছে। একইসঙ্গে কলকাতার সঙ্গে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে।
ভারতের এই প্রকল্প বাস্তবায়ন সহজ হবে না, বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে নির্মাণকাজের সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। তবে, গত ৩০ এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ২২ হাজার ৮৬৪ কোটি রুপির এই মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে।



