Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ১৮ মে পর্যন্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:১৯ পিএম

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ১৮ মে পর্যন্ত

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে কোনো সামরিক অভিযান চালাবে না দুই দেশের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার দেশটির সিনেটে এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৪ মে ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স) পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামের সেনা অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালায়। এতে পাকিস্তানের ১৩ সেনাসহ মোট ৫১ জন নিহত হন। পাল্টা জবাবে ১০ মে পাকিস্তান ‘বুনিয়ান উন মারসুস’ নামের সামরিক অভিযান পরিচালনা করে, যেখানে ভারতের পক্ষের ২১ জন নিহত হওয়ার কথা জানানো হয়।

তীব্র উত্তেজনার মধ্যেই দুই দেশের ডিজিএমও প্রথমবারের মতো ১০ মে টেলিফোনে বৈঠক করেন। এর পরপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে সর্বশেষ ১৮ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, যুদ্ধবিরতির প্রস্তাব আসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। ১০ মে সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে জানান, নয়াদিল্লি যুদ্ধবিরতিতে রাজি আছে। জবাবে পাকিস্তানও সম্মতি দেয়।

দুই দেশের যুদ্ধবিরতি কিছুটা স্থিতিশীলতা আনলেও পরিস্থিতি এখনো নাজুক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : জিও নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন