Logo
Logo
×

আন্তর্জাতিক

আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:২৯ এএম

আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে কাশ্মিরে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেটটি গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম *এক্সপ্রেস ট্রিবিউন*-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাশ্মিরের পামপুর এলাকায় ৬-৭ মে রাতের মধ্যে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করে। এর মাধ্যমে পাকিস্তান মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল।

এর আগে পাকিস্তান জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় ভূপাতিত হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান—তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০। সর্বশেষ মিরাজ ২০০০ যুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার কামরায় পিএএফ-এর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

তিনি বলেন, "ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে আমাদের সশস্ত্র বাহিনী সংযম ও কৌশলগত দূরদর্শিতা দেখিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। এই জবাব শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে—দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না।"

শেহবাজ আরও বলেন, "সেনাবাহিনীর প্রতিটি শাখার সাহসিকতা ও সতর্কতা আমাদের জাতিকে গর্বিত করেছে। সেনাপ্রধানের যোগ্য নেতৃত্বে আবারও প্রমাণ হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য।"

এদিকে, পাকিস্তানের দাবির বিপরীতে ভারত সরকার এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি সাধারণভাবে মন্তব্য করেছে যে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন