Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে আগ্রহী ইরান, তবে শর্তসাপেক্ষে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:২৯ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে আগ্রহী ইরান, তবে শর্তসাপেক্ষে

ছবি : সংগৃহীত

ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে আসতে আগ্রহী বলে জানিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্ব। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।

সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শাখমানি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে কখনোই হাঁটবে না এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এসব তদারকির সুযোগ পাবে।

শাখমানিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র আজই আমাদের দাবি মেনে নেয়, তবে আমরা চুক্তিতে যেতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “যদি আমেরিকানরা তাদের প্রতিশ্রুতি পালন করে, তাহলে আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।”

তবে এ ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ট্রাম্প মনে করেন, উঁচু গলায় কথা বলে আমাদের ভয় দেখাবেন। কিন্তু আমরা শহীদ হওয়ার গৌরবকে বিছানায় মৃত্যুর চেয়ে শ্রেয় মনে করি। ইরান কখনো হুমকির কাছে মাথা নত করবে না।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় এক বিবৃতিতে বলেছেন, “ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি এখন হাতের নাগালে।”

উল্লেখ্য, ইরান বরাবরই দাবি করে আসছে যে, তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে।

এই অবস্থান দুই দেশের মধ্যকার সম্ভাব্য আলোচনার দ্বার খুলে দিলেও পারস্পরিক আস্থার ঘাটতি এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে।

সূত্র: এনবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন