Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:২৭ এএম

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে :  ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি যেভাবে স্থগিত রয়েছে, সেটি তেমনভাবেই বজায় থাকবে। যতদিন না ইসলামাবাদ সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করে, ততদিন এ অবস্থায় কোনো পরিবর্তন আসবে না বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, “পাকিস্তানের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় ইস্যু কঠোরভাবে দুই দেশের মধ্যে থেকেই সমাধান করতে হবে। এতে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার সুযোগ নেই।” তিনি আরও জানান, ভারত দীর্ঘদিন ধরেই এ নীতিতে অটল রয়েছে।

কাশ্মির প্রসঙ্গে তিনি বলেন, “পুরো কাশ্মিরই ভারতের অংশ। পাকিস্তান যেটুকু দখলে রেখেছে, সেটিই অবৈধ। যদি তারা এ অঞ্চল হস্তান্তর করতে চায়, তবেই আলোচনার পথ খুলতে পারে।”

সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় জয়শঙ্কর বলেন, “৭ মে চালানো ‘অপারেশন সিঁদুরে’ ওই হামলার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের আহ্বান অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরো বলেন, “সন্ত্রাসবাদ ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোনো ইস্যুতে আলোচনা সম্ভব নয়। তাদের হাতে আমাদের দেওয়া সন্ত্রাসীদের তালিকা আছে। সেগুলোর বিষয়ে তারা কী করছে, সেটা স্পষ্ট হওয়া দরকার।”

সিন্ধু পানি চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, “যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে, ততদিন এই চুক্তি স্থগিতই থাকবে।”

এদিকে ভারতের অবস্থানের প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, “ভারত যদি সিন্ধু নদীর পানির প্রবাহে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে তারা এমন পরিণতির মুখে পড়বে যা কল্পনার বাইরে।”

সূত্র: ওড়িশা টিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন