সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:২৯ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “এই সপ্তাহের শেষদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্ক সফরে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আমি সম্মানের সঙ্গে ঘোষণা দিচ্ছি, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমি নির্দেশ দেব। এরদোয়ান এবং ক্রাউন প্রিন্সের সঙ্গে আলাপের পর আমি বুঝেছি, এখন সময় এসেছে সিরিয়ার জনগণের এগিয়ে যাওয়ার।”
ট্রাম্প আরও বলেন, “নিষেধাজ্ঞাগুলো এক সময় প্রয়োজনীয় ছিল, বিশেষ করে আসাদ সরকারের সময়। তবে এখন সিরিয়ার সামনে উন্নয়নের পথ উন্মুক্ত করা উচিত। আমি সিরীয়দের জন্য শুভকামনা জানাই—গুড লাক, সিরিয়া। সৌদি আরবের মতো তোমরাও যদি অভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগী হও, তবে ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল।”
আগামীকাল সৌদি আরবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারারের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। লন্ডন টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আলোচনায় আসতে পারে, যা সম্ভবত আব্রাহাম চুক্তির ছায়ায় হতে যাচ্ছে।
ট্রাম্পের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশলে একটি নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই পদক্ষেপ সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স



