Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:৫৯ পিএম

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান ট্রাম্পের

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার টেবিলে বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ইউক্রেন-রাশিয়া সংকট নিরসনে সরাসরি আলোচনার আহ্বান জানান।

ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক চুক্তি চান না, বরং তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত পথ খুঁজতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, ‘‘এই প্রস্তাবে ইউক্রেনের দেরি না করে সাড়া দেওয়া উচিত।’’

উল্লেখ্য, এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার পুতিনের সঙ্গে আলোচনা শুরুর শর্ত হিসেবে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি তুলেছিলেন।

ট্রাম্প বলেন, ‘‘ইস্তাম্বুলে সম্ভাব্য বৈঠকটি অন্তত এই প্রশ্নের উত্তর দেবে—বর্তমান পরিস্থিতিতে একটি সমঝোতা সম্ভব কি না। যদি তা না হয়, তাহলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারবে।’’

তিনি আরও মন্তব্য করেন, ‘‘আমি এখন কিছুটা সন্দেহ করছি যে ইউক্রেন আদৌ কোনও চুক্তিতে আগ্রহী কি না। কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের বার্ষিকী উদযাপন নিয়ে ব্যস্ত। অথচ সেই বিজয় মার্কিন সহায়তা ছাড়া সম্ভব হতো না—কখনোই না। তাই বলছি, এখনই সময়—আলোচনায় বসুন।’’

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন