Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:১৪ এএম

ভারত-পাকিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান সংঘাত তিনি বন্ধ হতে দেখতে চান এবং প্রয়োজনে সমঝোতায় সহায়তা করতেও প্রস্তুত আছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেন, “আমি চাই এই সহিংসতা এখানেই থেমে যাক। যদি কোনওভাবে আমি এই সংকট সমাধানে ভূমিকা রাখতে পারি, তাহলে আমি প্রস্তুত আছি।”

এর আগে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে প্রাণহানি ঘটে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা এই মাত্র ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “অনেকেই জানত, কিছু একটা ঘটতে চলেছে। কারণ, এই দুই দেশ বহু বছর ধরে দ্বন্দ্বে জড়িয়ে রয়েছে। তবে আমি আশা করছি, এই সংঘাত খুব দ্রুত শেষ হবে।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের peh বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেশটির ভূখণ্ডে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বিমান এবং ড্রোন প্রতিহত করে তারা পাল্টা জবাব দিয়েছে।

ট্রাম্পের এই প্রস্তাব এমন সময়ে এল, যখন দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন