Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তেজনা না বাড়ালে ভারতকে জবাব দেবে না পাকিস্তান : রানা সানাউল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:২৬ এএম

উত্তেজনা না বাড়ালে ভারতকে জবাব দেবে না পাকিস্তান : রানা সানাউল্লাহ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেন, যদি ভারত উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকে, তাহলে পাকিস্তানও কোনো ‘দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়া’ জানাবে না।

জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানাউল্লাহ বলেন, “আমরা ইতোমধ্যেই ভারতের পদক্ষেপের উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা নতুন করে কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তাহলে আমরা শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনের আওতায় থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে ঐকমত্য রয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের এই নেতা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও জাতীয় নিরাপত্তা কাঠামো জাতিকে প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে—এবং আমরা তা বাস্তবেও দেখিয়েছি।”

অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও হুঁশিয়ারি এসেছে। পাকিস্তান যদি ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায়, তাহলে ভারতও জবাব দিতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তরের বিবৃতিতে বলা হয়, এই সামরিক অভিযান ছিল “পরিমিত, সংযত এবং উসকানিমুক্ত”। একইসঙ্গে ভারত বিদেশি মিত্রদের—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের সঙ্গে আলোচনায় জানিয়েছে, সহিংসতা বাড়ানোর কোনও ইচ্ছা ভারতের নেই। তবে যদি পাকিস্তান উত্তেজনা বাড়ায়, তাহলে তা মোকাবিলায় ভারতের সর্বাত্মক সামর্থ্য রয়েছে।

এই অবস্থায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের দিকে যাবে, না কি পরিস্থিতি আরও ঘোলাটে হবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সূত্র : জিও নিউজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন