Logo
Logo
×

আন্তর্জাতিক

বন্ধ পাকিস্তানের আকাশপথ, ৬০০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়ে বিপাকে এয়ার ইন্ডিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০১:৪৭ এএম

বন্ধ পাকিস্তানের আকাশপথ, ৬০০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়ে বিপাকে এয়ার ইন্ডিয়া

ছবি : সংগৃহীত

পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাকিস্তান তাদের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাল্টা জবাবে ভারতও একই পদক্ষেপ নেয়। এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওপর।

পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারায় এয়ার ইন্ডিয়াকে বিকল্প ও দীর্ঘতর রুট ব্যবহার করতে হচ্ছে, যার ফলে জ্বালানির খরচ ও ফ্লাইট সময় অনেক বেড়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বছরে বাড়তি প্রায় ৬০০ মিলিয়ন ডলার ব্যয় বহন করতে হতে পারে।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, এভাবে চললে যাত্রীদের যাতায়াতে দেরি ও ভোগান্তি বাড়বে। তাদের হিসাব অনুযায়ী, বাড়তি খরচের পরিমাণ বছরে ৫৯১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

পাকিস্তান আপাতত ২৩ মে পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদিও আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য কিছু শিথিলতা থাকলেও ভারতীয় ফ্লাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে বিকল্প হিসেবে চীনের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ার ইন্ডিয়া। তবে এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন, যেটি পেতে ভারতের সরকারের সহায়তা কামনা করছে তারা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে। উত্তেজনার জেরে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল, সীমান্ত বন্ধ ও সিমলা চুক্তি স্থগিত করার মতো কড়া পদক্ষেপ নেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং সীমান্ত বন্ধের ঘোষণা দেয়।

এমন টানটান পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, ভারত শিগগিরই সামরিক আক্রমণ চালাতে পারে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দেন। এর ফলে সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তান হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন