Logo
Logo
×

আন্তর্জাতিক

জেরুজালেমের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে, তদন্ত শুরু করছে দখলদার ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০১:২৬ এএম

জেরুজালেমের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে, তদন্ত শুরু করছে দখলদার ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বনাঞ্চলে ভয়াবহ দাবানল শেষে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। পশ্চিম জেরুজালেমের বিস্তীর্ণ বনভূমিতে দুই দিন ধরে প্রচণ্ড আগুনে তাণ্ডব চলার পর ফায়ার সার্ভিস দাবানল নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১ মে) ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, টানা ২৪ ঘণ্টার চেষ্টার পর তাদের দমকল বাহিনী অবশেষে জেরুজালেমের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগুন যেন পুনরায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে আরও কয়েক ঘণ্টা তারা কাজ চালিয়ে যাবে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তদন্ত শুরু হবে—এই দাবানল কিভাবে শুরু হলো তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ইহুদি ন্যাশনাল ফান্ড জানায়, ভয়াবহ এই আগুনে অন্তত পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে, যার মধ্যে প্রায় তিন হাজার একর ছিল বনাঞ্চল। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের জেরুজালেম বিভাগের প্রধান সুমিলিক ফ্রিডম্যান বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দীর্ঘ সময় ও প্রচুর শ্রম দিতে হবে।

ইসরায়েল দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও চেয়েছিল। দাবানলের সময় দেশটিতে ‘জরুরি অবস্থা’ জারি করা হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, এরপর থেকেই সেখানে নিজেদের শাসন কায়েম করে। যদিও ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করলেও, আন্তর্জাতিক সম্প্রদায় সেই দাবি স্বীকৃতি দেয়নি এবং ইসরায়েলকে সেখানে দখলদার শক্তি হিসেবেই বিবেচনা করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন