Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাত ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এএম

ভারত-পাকিস্তান সংঘাত ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব

ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেইসাথে সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার উভয় দেশের সাথে যোগাযোগ করেন। তিনি ফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে।

কথোপকথনে গুতেরেস কাশ্মিরে হামলার তীব্র নিন্দা জানান এবং আইনত দোষীদের বিচারের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান করেন। একই সঙ্গে সংঘাত এড়াতে উভয় দেশকে উত্তেজনা নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অপরদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তার ফেসবুক পোস্টে জাতিসংঘ মহাসচিবের ফোনকল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পেহেলগামে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশের জন্য তিনি মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়শঙ্কর জানান, দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে তারা একমত হয়েছেন। তিনি বলেন, হামলার পরিকল্পনাকারী, সম্পৃক্ত ব্যক্তি এবং পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।

এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ক্রমশ বাড়ছে এবং জাতিসংঘের উদ্যোগের দিকে নজর দিচ্ছে সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন