আল-জাজিরাকে ড. ইউনূস
সংস্কারই লক্ষ্য, নির্বাচন ডিসেম্বর বা আগামী জুনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার পরিকল্পনা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
"Real Reform or Just a New Ruling Class in Bangladesh" শিরোনামে সাক্ষাৎকারটি রোববার (২৭ এপ্রিল) আল-জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়।
নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, দেশের মানুষ এখনো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছে এবং সরকারও একটি ভালো নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে। তিনি বলেন, "মানুষ বলছে না অন্তর্বর্তী সরকার এখনই বিদায় নিক।"
ড. ইউনূস জানান, বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে অর্থবহ সংস্কারের মাধ্যমে অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো নির্বাচন উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর বড় হলে আগামী বছরের জুনের মধ্যে ভোট আয়োজনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, দলটি নিজেই প্রথমে সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নেবে কিনা। পাশাপাশি নির্বাচন কমিশন ও অন্যান্য রাজনৈতিক দলের মতামতও বিবেচনায় থাকবে।
সাক্ষাৎকারে তিনি জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছিল। সেখানে তিনি শেখ হাসিনাকে সামাজিক মাধ্যমে 'চুপ' রাখতে অনুরোধ করেছিলেন, কিন্তু মোদী জানান, ভারতে সামাজিক মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়।
আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহযোগিতায় কাজ করছে, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে।



