Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মির সীমান্তে টানা চতুর্থ রাত গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম

কাশ্মির সীমান্তে টানা চতুর্থ রাত গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

ছবি : সংগৃহীত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। রবিবার (২৭ এপ্রিল) রাতের এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে টানা চতুর্থ রাত কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। সোমবার (২৮ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মিরে এলওসি বরাবর কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকরভাবে পাল্টা জবাব দেয়। এ ঘটনার মাধ্যমে পুঞ্চ সেক্টরেও প্রথমবার সংঘর্ষবিরতির লঙ্ঘন ঘটল বলে জানায় ভারতীয় পক্ষ।

তবে পাকিস্তানের তরফে বা দেশটির গণমাধ্যমে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এর বিপরীত দাবি করে জানিয়েছে, ভারতীয় সেনারাই প্রথম গুলি চালায় এবং পরে পাকিস্তান পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতেও এলওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সাম্প্রতিক সময়ে অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বেড়েছে।

পেহেলগামে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলার জেরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। ভারত ইতোমধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

এছাড়া, হামলার পর ভারত ও পাকিস্তান উভয়ই ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের দেশের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফলে দুই দেশের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন