Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান: খাজা মুহাম্মদ আসিফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান: খাজা মুহাম্মদ আসিফ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। এই অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে খাজা মুহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে উভয়পক্ষ আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দুই দেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও স্মরণ করান, যা দুই দেশের ঘনিষ্ঠতার ভিত্তি।

অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান জানান, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে ১৫ বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী, কূটনৈতিক কোরের সদস্য, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বাংলাদেশের হাইকমিশনার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন