Logo
Logo
×

আন্তর্জাতিক

পানির অধিকার রক্ষায় যেকোনো মূল্য দিতে প্রস্তুত পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম

পানির অধিকার রক্ষায় যেকোনো মূল্য দিতে প্রস্তুত পাকিস্তান

ছবি : সংগৃহীত

কাশ্মিরে হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপের প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এর জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য করা হবে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও কঠোর বার্তা দিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) জিও নিউজকে তিনি বলেন, পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। তিনি আরও স্পষ্ট করে জানান, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে শেহবাজ শরিফ এই মন্তব্য করেন। তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সরাসরি বা পরোক্ষ সংযোগ নেই। বরং, পাকিস্তান গত দুই দশকে সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়। যদি ইরান কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।

জম্মু ও কাশ্মির প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবিকে জাতিসংঘের প্রস্তাব অনুসারে সমর্থন দিয়ে যাবে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম এই বিদ্রোহ সমর্থন করে এবং তারা চায়, কাশ্মির হয় পাকিস্তানের অংশ হোক, নয়তো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত এটিকে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ বলে দাবি করে, তবে পাকিস্তান একে বৈধ স্বাধীনতাকামী আন্দোলন হিসেবে চিহ্নিত করে। দীর্ঘ এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন