শান্তি চাই, তবে আত্মরক্ষায় ছাড় নয় : শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
শাহবাজ শরিফ
কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং কথার লড়াইও তীব্র আকার ধারণ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও কড়া বার্তা দিয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) তিনি বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, তবে এই ইচ্ছাকে দুর্বলতা ভাবলে বড় ভুল হবে। আত্মমর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, পরিস্থিতি যাই হোক না কেন।
বিশেষ করে সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের পানির ভাগ বন্ধ বা দিক পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পানিকে অত্যাবশ্যক জাতীয় স্বার্থ বলে উল্লেখ করে বলেন, যেকোনো হস্তক্ষেপের মুখে পাকিস্তান পূর্ণ শক্তিতে প্রতিরোধ করবে। কেউ যেন আমাদের দৃঢ় সংকল্প নিয়ে বিভ্রান্ত না হয়।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, সিন্ধু নদে যদি পানি প্রবাহিত না হয়, তবে ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে। সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে।
ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাকিস্তানি জনগণকে ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসনের জবাব দিতে আহ্বান জানান বিলাওয়াল।
সূত্র: জিও নিউজ



