Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের বান্নুতে সেনা-পুলিশ অভিযানে নিহত ৬ সন্ত্রাসী, আহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম

পাকিস্তানের বান্নুতে সেনা-পুলিশ অভিযানে নিহত ৬ সন্ত্রাসী, আহত ৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধের সময় অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত বান্নু জেলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনা-পুলিশ বাহিনীর তীব্র গুলি বিনিময় হয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। যতদিন না দেশের মাটিতে সন্ত্রাসবাদের শেকড় সম্পূর্ণ উপড়ে ফেলা যায়, ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পাকিস্তানের চারটি প্রদেশ এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা এবং তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে পাকিস্তানপন্থি তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সক্রিয় রয়েছে।

২০২১ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে সারাদেশে মোট ৪৪টি বড় ধরনের সন্ত্রাসী হামলা ঘটে। পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকের মধ্যে ২০২৪ সালে সন্ত্রাসী হামলার হার ছিল সর্বোচ্চ— প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়।

এই হামলাগুলোতে নিহত হয়েছেন ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ৯২৭ জন বেসামরিক মানুষ। অপরদিকে, সেনা-পুলিশের যৌথ অভিযানে গত বছর নিহত হয়েছে অন্তত ৯৩৪ জন সন্ত্রাসী।

সূত্র : জিও নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন