Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মিরে হামলার পর ভারত-পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

কাশ্মিরে হামলার পর ভারত-পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের

আন্তোনিও গুতেরেস

ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ‍উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পাল্টাপাল্টি কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পেহেলগামের ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা এবং একজন ছিলেন নেপালের নাগরিক। পর্যটকদের এই প্রিয় গন্তব্যে বন্দুকধারীদের হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, আর পাকিস্তান একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাল্টাপাল্টি অবস্থান থেকে দুই দেশই গ্রহণ করেছে কঠোর কূটনৈতিক পদক্ষেপ—বাণিজ্য স্থগিত, আকাশপথ বন্ধ, সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক সাংবাদিকদের বলেন, মহাসচিব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। ভারত ও পাকিস্তান—উভয় পক্ষকে সংযম দেখানোর জোর আহ্বান জানানো হচ্ছে, যেন পরিস্থিতি আরও খারাপ না হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মহাসচিব দু’দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে জাতিসংঘের অবস্থান স্পষ্ট—সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক পথেই সমাধান হওয়া উচিত।

এরই মধ্যে ভারত একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিত ঘোষণা করেছে। বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত এই চুক্তি এতদিন দুই দেশের মধ্যে সম্পর্ক যতই টানাপোড়েন থাকুক, টিকে ছিল। জাতিসংঘ এই সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেছে, আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না যা উত্তেজনা বাড়িয়ে তোলে।

তবে জাতিসংঘের আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে গোলাগুলির খবর আসে। আজাদ কাশ্মির সরকারের এক কর্মকর্তা জানান, লাইন অব কন্ট্রোল এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে বেসামরিক হতাহতের খবর নেই।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। জম্মু ও কাশ্মির ইস্যুতে তারা নিরপেক্ষ অবস্থানেই রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন