কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
কাশ্মিরে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। একে অপরকে দায়ী করে দুই দেশই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতের দিকে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। ভারতও পাল্টা গুলিবর্ষণ করে। তবে সেনা সূত্র জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছোট অস্ত্র ব্যবহার করে এই গুলিবিনিময় হয়।
এই ঘটনার পেছনে পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলা বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত। ওই হামলায় ২৬ জন নিহত হয়, যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এরপরই ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে থাকে।
ভারত প্রথমে ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি বন্ধ ঘোষণা করে, পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করে এবং সার্ক ভিসা ছাড় প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের দেওয়া বিশেষ ভিসা বাতিল করে। পাল্টা জবাবে পাকিস্তান একই সিদ্ধান্ত নেয় ভারতীয় নাগরিকদের জন্য।
এছাড়া, ভারত 'সিন্ধু পানি চুক্তি' স্থগিতের ঘোষণা দিলে পাকিস্তানও সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
উত্তেজনার এই আবহে দুই দেশের মধ্যে উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।



