Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পিএম

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে এবং বুধবার (২৩ এপ্রিল) বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। 

পাকিস্তান ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি তৃতীয় দেশের পণ্যও পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ বা বের হওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। 

পাকিস্তান সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে এবং যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, পাকিস্তানে ভারতীয় দূতাবাসে থাকা সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং দূতাবাসের কর্মকর্তা সংখ্যা ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে। 

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। পাকিস্তান সতর্ক করে জানায়, পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা যুদ্ধের উসকানি হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবও সেই অনুযায়ী দেওয়া হবে। 

পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনায় ভারত দাবি করেছে, এতে পাকিস্তানের একাধিক নাগরিক জড়িত। তবে পাকিস্তান এ অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন