কাশ্মিরে হামলার পর পাকিস্তানের এনএসসির জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
কাশ্মিরে পর্যটকদের ওপর ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। হামলায় ভারতের তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাবে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এমন বৈঠক সাধারণত বড় ধরনের হামলা কিংবা বহিরাগত হুমকির সময়ই ডাকা হয়।
কাশ্মিরের পর্যটন এলাকা পেহেলগামে মঙ্গলবারের হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ভারতের পক্ষ থেকে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে—পানি বণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভিসা বাতিল করে নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হামলার দায় এখনও কোনও স্বীকৃত গোষ্ঠী স্বীকার না করলেও 'কাশ্মির রেজিস্ট্যান্স' নামে একটি পূর্বে অজানা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে জানায়, নিহতরা সাধারণ পর্যটক নন, বরং ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে এই দাবির কোনও স্বতন্ত্র প্রমাণ মেলেনি।
পাকিস্তান এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ভারত নিজেই হামলা সাজিয়ে পাকিস্তানের ওপর দোষ চাপাতে চাইছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও একই দাবি তুলে বলেন, ‘এই সম্ভাবনাকে কখনওই পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।’
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে বিদ্রোহ চলছে। ভারত একে পাকিস্তান-প্রভাবিত সন্ত্রাসবাদ বললেও, পাকিস্তানের ভাষ্য—এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন।



