Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত সমস্যায় পড়লেই পাকিস্তানকে দোষারোপ করে : ইসহাক ডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম

ভারত সমস্যায় পড়লেই পাকিস্তানকে দোষারোপ করে : ইসহাক ডার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার বলেছেন, ভারত যখনই কোনো অভ্যন্তরীণ সমস্যায় পড়ে, তখনই তার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসবাদ কিংবা অন্যান্য সংকট দেখা দিলেই ভারত বারবার পাকিস্তানকে দোষারোপ করে, অথচ কখনও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করে না।

বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ডার বলেন, সাম্প্রতিক কাশ্মীর হামলার ঘটনায় ভারত কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন না করেই একতরফাভাবে কূটনৈতিক ও চুক্তিভিত্তিক সম্পর্ক ছিন্নের মতো পদক্ষেপ নিয়েছে, যা দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হতে পারে না।

তিনি জানান, পাকিস্তান এসব পদক্ষেপের জবাবে শক্তিশালী ও সমন্বিত প্রতিক্রিয়া জানাবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান সরকার, যেখানে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নির্ধারণ করা হবে।

ভারতের নেওয়া প্রধান পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:

সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত

আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণা

পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার অনুমতি ১ মে’র মধ্যে বাতিল

সার্ক ভিসা ছাড় সুবিধা থেকে পাকিস্তানিদের বহিষ্কার

দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনা

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাম অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন এবং আরও ১৭ জন আহত হন। এ হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ভারত, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন