Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মির হামলা

পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল ভারতের, দেশত্যাগের নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৫ পিএম

পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল ভারতের, দেশত্যাগের নির্দেশ

ছবি : সংগৃহীত

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনার জেরে পাকিস্তানের প্রতি কড়া অবস্থান নিয়েছে ভারত। ওই হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএস) এক জরুরি বৈঠকে বসে এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এর অন্যতম হলো—পাকিস্তানের নাগরিকদের জন্য চালু ‘সার্ক ভিসা ছাড়’ কর্মসূচি বাতিল করা এবং দেশটিকে দেওয়া সিন্ধু নদ চুক্তিও স্থগিত ঘোষণা।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এক ঘোষণায় জানান, “সার্ক ভিসা ছাড় কর্মসূচির আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। যাদের এই ভিসা ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেগুলোও অকার্যকর বলে বিবেচিত হবে। এ ছাড়া এই ভিসা নিয়ে যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে বলা হয়েছে।”

এছাড়া পাকিস্তান-ভারত সীমান্তে আত্তারি চেকপয়েন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই পদক্ষেপগুলো এসেছে এমন সময়ে, যখন কাশ্মির হামলার দায় ঘিরে ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। যদিও ইসলামাবাদ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে। বিশ্লেষকরা বলছেন, এটি ভারত সরকারের পক্ষ থেকে এক ধরনের কূটনৈতিক পাল্টা আঘাত।

নয়াদিল্লিভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের (CLAWS) পরিচালক জেনারেল (অব.) তারা কর্থা বলেন, “এই হামলার ঘটনা যুদ্ধ ঘোষণারই সমতুল্য। এটি পাকিস্তান সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যেরই ধারাবাহিক প্রতিক্রিয়া হতে পারে।”

উল্লেখ্য, পেহেলগামের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকেই ভারতীয় প্রশাসনে পাকিস্তানবিরোধী মনোভাব আরও উগ্র হয়ে ওঠে, যার ফলেই নেওয়া হয়েছে এই কড়া সিদ্ধান্তগুলো।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন