Logo
Logo
×

আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে কাতারকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে কাতারকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য কাতারকে তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে এবং ওআইসিকে সক্রিয় করতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

আজ বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ- রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ডের বৃদ্ধি এবং অবৈধ অভিবাসনের চেষ্টা তাদের হতাশার স্পষ্ট চিহ্ন। এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। 

তিনি আরও জানান, বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করবে। এই সম্মেলনে কাতারের উচ্চপর্যায়ের রাজনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। 

অধ্যাপক ইউনূস বলেন, টেকসই প্রত্যাবাসনই বর্তমান সংকটের একমাত্র সমাধান। তিনি বিশ্ব সম্প্রদায়কে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন