Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:০৬ এএম

মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সোমবার (২১ এপ্রিল) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভ্যান্স সফরে তার সঙ্গে একটি কূটনৈতিক প্রতিনিধিদলও ভারত সফরে এসেছে।
এই বৈঠক এমন এক সময়ে হলো যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলে জানা গেছে। দুই দেশের নীতিনির্ধারকরা আশা করছেন, আলোচনার ফলাফল উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত রপ্তানি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছেন। এর আওতায় ভারতের পণ্যেও ২৬ শতাংশ শুল্ক স্থগিত রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি মূলত বাণিজ্য চুক্তির পথ সুগম করতেই নেওয়া হয়েছে।
গণতন্ত্রের ঘনিষ্ঠ দুই সঙ্গী হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলছে। ট্রাম্প প্রশাসনও বারবার ভারতকে তাদের বৈদেশিক নীতির অগ্রাধিকার তালিকায় রেখেছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে আরও ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় ওয়াশিংটন। যদিও নয়াদিল্লি জানিয়েছে, তারা বাণিজ্য চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়।
ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্যান্সের এই সফরের মূল লক্ষ্য হলো ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বহুমুখী বাণিজ্যিক সম্ভাবনাগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো। সম্ভাব্য চুক্তির আওতায় বিভিন্ন খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও সূত্র জানায়।
সূত্র : এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন