ট্রাম্পবিরোধী ‘৫০৫০১’ আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ‘৫০৫০১’ শিরোনামে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিকে অনেকেই বলছেন ‘স্বাধীনতার জন্য নতুন লড়াই’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে রোববার (২০ এপ্রিল) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এ আন্দোলনে হাজার হাজার মানুষ অংশ নেন।
‘৫০৫০১’ নামের এই আন্দোলনের মাধ্যমে প্রতিটি অঙ্গরাজ্যে একদিনে ৫০টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে সংগঠিত। প্রতিবাদকারীদের অনেকেই ‘No Kings’ লেখা পোস্টার বহন করেন—যা মার্কিন বিপ্লবের সময় ইংরেজ রাজতন্ত্রবিরোধী বার্তার প্রতীক ছিল।
বিক্ষোভের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল অভিবাসননীতি এবং সরকারি ব্যয়ের কাটছাঁট। হোয়াইট হাউস, বিভিন্ন শহরের কেন্দ্রস্থল, এমনকি টেসলার কিছু শোরুমের সামনেও বিক্ষোভ হয়। আন্দোলনে কিলমার আবরেগো গার্সিয়া নামের এক মার্কিন অভিবাসীর সমর্থনে জোর দাবি ওঠে, যাকে ভুলবশত এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছিল। গার্সিয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ জানান অংশগ্রহণকারীরা।
এছাড়াও, ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’ নামক প্রকল্পের বিরুদ্ধেও প্রতিবাদ উঠে আসে। এই প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যয় ও কর্মসংস্থান কমানো হচ্ছে, যা অনেকের মতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ওপর হুমকি স্বরূপ।
বিক্ষোভগুলো বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে উত্তেজনা দেখা দেয়। এক ঘটনায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্প সমর্থকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ম্যাসাচুসেটসের ঐতিহাসিক লেক্সিংটন ও কনকর্ড যুদ্ধ স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে আন্দোলনের ঢেউ পৌঁছে যায়। সেখানে টমাস ব্যাসফোর্ড নামের এক বিক্ষোভকারী বলেন, এটি আমাদের স্বাধীনতার জন্য আরেকটি কঠিন সময়। আমি আমার নাতিদের শেখাতে চাই, কিভাবে এই দেশ গড়ে উঠেছিল এবং কখনও কখনও স্বাধীনতার জন্য লড়াই করতেই হয়।
এদিকে, গ্যালাপের সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৪৭ শতাংশ। তুলনায়, ইতিহাসে প্রেসিডেন্টদের গড় প্রথম কোয়ার্টারের জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ।
অর্থনৈতিক ইস্যুতেও হতাশ জনগণ। রয়টার্স/ইপসোস জরিপ বলছে, মাত্র ৩৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা পছন্দ করছেন, যেখানে জানুয়ারিতে এ হার ছিল ৪২ শতাংশ।
তবে বিশ্লেষকরা বলছেন, শনিবারের ‘৫০৫০১’ আন্দোলনটি এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত ‘হ্যান্ডস অফ’ শিরোনামের বৃহত্তর বিক্ষোভের চেয়ে ছোট পরিসরে হলেও, এটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—স্বাধীনতার চেতনা এখনও যুক্তরাষ্ট্রে জীবন্ত।



