Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৪ এএম

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনায় থাকা মার্কিন নাগরিকদের ‘সতর্কভাবে চিন্তা-ভাবনার’ পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ের নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনায় রেখে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি হালনাগাদ ভ্রমণ নির্দেশনা প্রকাশ করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) প্রকাশিত ওই নির্দেশনায় বাংলাদেশকে ‘তৃতীয় স্তরের’ ভ্রমণ সতর্কতা তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে—বাংলাদেশ সফরের আগে তাদের পুনরায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

তবে আরও কঠোর সতর্কতা আরোপ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি—এই তিন জেলার ক্ষেত্রে ‘চতুর্থ স্তরের’ সতর্কতা জারি করে বলা হয়েছে, ওই এলাকায় যেকোনো ধরনের ভ্রমণ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। ওই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা, বিচ্ছিন্নতাবাদী হামলা, অপহরণ ও সহিংসতার ঘটনা মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, আকস্মিক বিক্ষোভ এবং জনসমাগম খুব দ্রুতই সহিংস রূপ নিতে পারে। তাই জনাকীর্ণ স্থান, রাজনৈতিক সমাবেশ বা মিছিল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা ও অন্যান্য প্রধান শহরে ছিনতাই, পকেটমারি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

সন্ত্রাসী হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও উল্লেখ করা হয়েছে, অতীতে বাংলাদেশে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও সেসব আশঙ্কা থেকে যাচ্ছে।

এ প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিকদের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে, এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের জন্য সাধারণত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। তবে এবার সরাসরি জানানো হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের ওই এলাকায় প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই নির্দেশনা বিশেষভাবে এমন পর্যটকদের জন্য একটি সতর্ক সংকেত, যারা বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন কিংবা যারা দুর্গম পার্বত্য অঞ্চলে যেতে আগ্রহী। নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রেখে, যুক্তরাষ্ট্র সরকার তার নাগরিকদের সুনির্দিষ্ট ও শক্ত বার্তা দিয়েছে—এই মুহূর্তে বাংলাদেশ সফর সতর্কতার সঙ্গে বিবেচনা করুন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন