Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও

ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্রে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে দেশটিতে থাকা বা পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। খবর ইন্ডিয়া টুডে ও আল জাজিরার।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয় শিক্ষার্থীদের। এর পরেই রয়েছে চীন (১৪ শতাংশ), দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশ। তবে বাংলাদেশের ঠিক কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন চলতি বছর যুক্তরাষ্ট্রের অন্তত ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে। এই তথ্য এসেছে দেশটির Student and Exchange Visitor Information System (SEVIS) থেকে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ভিসা বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি। ইতিমধ্যে ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

একই সঙ্গে গাজায় ইসরায়েল-হামাস সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বাড়ছে। এসব বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদেরও নজরদারিতে রাখা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারও করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন