ইউরেনিয়ামের মজুদ শূন্য করবে না ইরান : চুক্তির শর্তে অটল তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ কখনোই সম্পূর্ণরূপে নিঃশেষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে এই অবস্থান অপরিবর্তনীয় থাকবে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শুক্রবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের যে ‘রেড লাইন’ রয়েছে, তা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত। এই রেড লাইনের মধ্যে পড়ে— সেন্ট্রিফিউজ ধ্বংস, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধ, কিংবা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আগের মজুদ কমিয়ে আনা— এসব কিছুতেই ইরান রাজি নয়। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আলোচনায় যাব না।”
সম্প্রতি ওমানে আয়োজিত এক গোপন বৈঠকে ইরান এই বার্তা পায় যে, যুক্তরাষ্ট্র চায় না তারা পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক। কর্মকর্তাটি বলেন, “এটি একটি যৌক্তিক ভিত্তি তৈরি করতে পারে যেখান থেকে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব।”
এদিকে, তেহরান জানায়— যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী হয় এবং অতিরিক্ত কোনো দাবি না তোলে, তাহলে সমঝোতায় পৌঁছানো সম্ভব।
তবে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই কঠোর। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকোফ গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “ইরান যদি চুক্তি করতে চায়, তাহলে অবশ্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং মজুদও শূন্য করতে হবে।”
এ প্রেক্ষাপটে ইরান তাদের আশঙ্কার কথাও জানিয়েছে— ২০১৮ সালে যেভাবে ট্রাম্প পূর্বের চুক্তি থেকে সরে এসেছিলেন, তা যেন পুনরায় না ঘটে। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিষয়ে একটি বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায়। সেইসঙ্গে, যদি যুক্তরাষ্ট্র এমন নিশ্চয়তা দিতে পারে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারে বলেও জানানো হয়েছে।



